শনিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর কল্যাণপুরে বেসরকারি ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত অজয় দাস চাঁদপুরের মতলব থানার সুজাতপুর গ্রামের গৌতম দাসের ছেলে।
নিহতের মরদেহ অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি চাঁদপুরে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতের বাবা গৌতম দাস বাংলানিউজকে জানান, তার ছেলে জ্বরে আক্রান্ত হলে গত ২০ আগস্ট সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য ২১ আগস্ট তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার (২৩ আগস্ট) কল্যাণপুর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অজয়ের শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে নিবীড় পরির্চযা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শনিবার (২৪ আগস্ট) বিকেলে ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রাহক সেবা বিভাগের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, গতকাল দুপুরে এই হাসপাতালে ভর্তি হয় অজয় দাস। অবস্থা খারাপ হওয়া তাকে আইসিইউতে রাখা হয়। আজ সকালেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
আরএ