শুক্রবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় বখাটে হাসান ঘরামী ওরফে হাসু তার সহযোগীদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।
রিপোর্ট লেখা পর্যন্ত ওই স্কুলছাত্রীকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ দেওয়া হয়েছে।
অপহৃতের বাবা জামাল হাওলাদার বলেন, বখাটে হাসু দীর্ঘদিন ধরে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে হাসু তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আমরা তার প্রস্তাবে রাজি হইনি। এর জের ধরে হাসু ও তার সহযোগীরা ২টি মোটরসাইকেলযোগে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। মেয়ের বান্ধবীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। পরে তারা আমাকে বিষয়টি অবহিত করে। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে স্থানীয় চৌকিদার ও মুরব্বিদের মাধ্যমে বখাটে হাসুর অভিভাবকদের জানিয়ে মেয়েকে ফেরত দেওয়ার অনুরোধ জানাই। কিন্তু মেয়েকে তারা এখনো ফেরত দেয়নি।
সেলিমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) আক্তার হোসেন জানান, ওই ছাত্রীর বাবাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, ওই ছাত্রীর বাবা অভিযোগ দেওয়ার জন্য থানায় আসবে বলে আমি জানতে পেরেছি। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমএস/এইচএডি