শনিবার (২৪ আগস্ট) সকালে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের পানিমাছকুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়।
ফাতেমা ফুলবাড়ী উপজেলা সদরের পানিমাছকুটি গ্রামের মুসা মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের পানিমাছকুটি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল ফাতেমা বেগমকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে এবং পরে রংপুর মডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর মডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খদকার ফুয়াদ রুহানী ঘটনার বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এফইএস/এইচএডি