শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় র্যাব-১০ এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক পাঁচজন হলো- জুম্মন হোসেন, নাসির, ফয়সাল, মঞ্জু ও নাদিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বংশাল এলাকায় শুক্রবার (২৩ আগস্ট) দিনগত রাত ২টায় র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ‘জুম্মন গ্রুপ’ নামক কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে পাঁচটি চাকু, দুইটি সুইস গিয়ার চাকু, ২০টি ব্লেড ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরেই বংশাল, কোতোয়ালি ও কেরানীগঞ্জ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। জুম্মন গ্রুপের সদস্যরা অন্যান্য কিশোর অপরাধীদের সহায়তায় এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের মতো ভয়ংকর অপরাধেও লিপ্ত ছিল।
তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৯
এমএমআই/এসএ