শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে দুইটি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস-ভারপ্রাপ্ত) সাজ্জাত হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তার নেতৃত্বে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৮৩ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ৮৭ হাজার ৫শ’ টাকা ভাড়া আদায় করা হয়। এ সময় ট্রেনের ছাদের উপরে ভ্রমণ করা যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়।
আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
আরএ