শনিবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে সরকারি কলেজ রোডে মিঞা ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান ভোলা জেলার লালমোহন থানার উপ পরিদর্শক জলিল শিকদারের ছেলে এবং পটুয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সরকারি কলেজ রোডে একটি টমটম গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। টমটমটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। তাকে আটকে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
আরএ