শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকা ও তার আশেপাশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
সোনাপুর জিরো পয়েন্ট থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক ও সোনাপুর-সুবর্ণচর সড়কের পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। বাকিগুলো উচ্ছেদে এখনো অভিযান চলছে।
এসময় নোয়াখালী পৌরসভা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া বাংলানিউজকে বলেন, নোয়াখালী শহরকে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজট সমস্যা থেকে মুক্ত করার লক্ষ্যে খাল ও সড়কের ওপর থেকে সব ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। এক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এসআরএস