আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি ও সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
আলোচনায় অংশ নেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল, কোষাধ্যক্ষ শামসুদ্দিন খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, মহিলা সম্পাদিকা শিখা চক্রবর্তী, সকালের সময়ের বার্তা সম্পাদক মহিউদ্দিন আহমেদ স্বপন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মুর্শিদা আখতার নাহার, নারী নেত্রী ফেরদৌসী বেগম, মিতা বেগম, এলিজা রহমান, শিলা বেগম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, জাতীয় গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, বরিশাল বিভাগ সমিতি কামরাঙ্গীচর থানা কমিটির সভাপতি বজলুর রহমান, ন্যাপ ভাসানীর যুগ্ম সম্পাদক নসুরাত হক, সাংবাদিক মাহে আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও আব্দুর রব সেরনিয়াবাতকে সপরিবারে হত্যা মানে বাংলাদেশের উন্নয়ন, চেতনা এবং মূল্যবোধকে ধ্বংস করা।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৯
টিআর/এসএইচ