শনিবার (২৪ আগস্ট) অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা এবং মশার প্রজনন সহায়ক পরিবেশ পাওয়ায় বাড়ি বা স্থাপনার সংশ্লিষ্টদের এ শাস্তি দেওয়া হয়।
ডিএসসিসির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি ১২/এ সড়কে একটি কোম্পানির নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ওই কোম্পানির সুপারভাইজার পলাশকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
অন্যদিকে যাত্রাবাড়ীর চারটি বাড়িতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ওই বাড়িগুলোর মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া।
এছাড়া, সদরঘাট, আজিমপুর, পল্টন এলাকায়ও চলে ডিএসসিসির এডিস মশার লার্ভাবিরোধী অভিযান।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এসএইচএস/এইচএ/