রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ভোগড়া চৌধুরী বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খাইরুল ইসলাম (২৩)।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাওসার আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ঢাকাগামী একটি বাস খাইরুল ইসলাম নামে এক পোশাক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয় ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। এসময় ওই সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়।
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
আরএস/একে