এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, রোববার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ উপজেলার রাধারানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী ও কিশোরগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ মোতাহার হোসেন ফোন করে আমাকে বলেন, স্যার, আপনার সরকারি নম্বর থেকে ফোন করে আমাদের কাছে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়ে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীকে জানিয়ে কিশোরগঞ্জ থানায় জিডি করি।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নম্বর ক্লোন করে চাঁদা দাবির বিষয়ে তদন্ত চলছে। মোবাইল নম্বরটি বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ইএআর/একে