বুধবার ( ২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠকে এ আলোচনা হয়।
এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে গত ২৫ আগস্ট কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের সমাবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতো বড় সমাবেশ সেখানে হলেও মাঠ প্রশাসন থেকে ঢাকার প্রশাসনকে অবহিত কেন করা হয়নি, সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া এ সমাবেশ আয়োজনের পেছনে কারা ছিল সে বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া কেন ব্যর্থ হলো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে রোহিঙ্গা ঢলের দুই বছর পূর্তিতে ২৫ আগস্ট উখিয়ায় এক বিশাল সমাবেশ করে রোহিঙ্গারা। এ সমাবেশ নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
টিআর/আরআইএস/