ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ছাদ থেকে লাফিয়ে নববধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
যাত্রাবাড়ীতে ছাদ থেকে লাফিয়ে নববধূর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ফারহানা আক্তার (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন।

বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ফারহানাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

ফারহানা গোপালগঞ্জ সদর উপজেলা ভেন্নাবাড়ী গ্রামের বকুল মিয়ার মেয়ে। ফারহানার শ্বশুর বাড়ি ওই গ্রামে। গত দুইদিন আগে যাত্রাবাড়ী শনিরআখড়া শেখদী এলাকায় বাবার বাড়িতে আসেন ফারহানা।

ফারহানা দুলা ভাই মোহাম্মদ রাঙ্গা জানান, ফারহানা রাজধানীর বকশিবাজার বেগম বদরুন্নেসা মহিলা কলেজে একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ঈদুল আজহার আগে জুয়েল নামে এক যুবকের সঙ্গে পরিবারের সম্মতিতে বিয়ে হয় ফারহানার।

তিনি জানান, স্বামী এবং শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে তার কোনো ঝামেলা ছিল না। তবে কি কারণে বাবা বাসায় এসে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলো তার কারণ জানাতে পারেননি ফারহানার পরিবারের সদস্যরা।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ফারহানার  মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।