বুধবার (২৮ আগষ্ট) দিবাগত রাতে অগ্রণী ব্যাংক লিমিটেড শোক দিবস পালন পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মেয়র আরও বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই।
মেয়র সাদিক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নতি হচ্ছে। মেয়র আশাবাদ ব্যক্ত করে বলেন, বেশীদিন নয় একটা সময় বরিশাল হবে দক্ষিণ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ শহর। হবে কর্মচঞ্চল শহর।
তিনি বলেন, একটা পক্ষ দলের মধ্যে থেকে প্রপাগাণ্ডা ছড়ায়। এদের বিরুদ্ধে সর্তক থাকতে হবে।
চকবাজার কর্পোরেট শাখাপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ কবিরের সভাপতিত্বে সভায় মেয়র আরও বলেন, আমি এ মাটির সন্তান। আমি এখানকার মানুষের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক ফারুক আহমেদ, উপমহাব্যবস্থাপক মু আফজাল হোসেন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসসহ অগ্রণী ব্যাংকের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ০৫১০ ঘন্টা, আগস্ট ২৯, ২০১৯
এমএস/এমকেআর