বুধবার (২৮ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চতুর্থ দিনের মতো চিরুনি অভিযান পরিচালনা করেন ডিএনসিসির কর্মকর্তারা।
চিরুনি অভিযানের সময় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে মগবাজারে একটি ভবনের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক দখল করে নির্মাণ সামগ্রী রাখায় একটি কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন উত্তরায় সড়ক দখল করায় দুটি অটোমোবাইল গ্যারেজকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যজিস্ট্রেট সাজিদ আনোয়ার গুলশানে একটি নির্মাণাধীন ভবনের প্রতিনিধিকে ৫ লাখ টাকা জরিমানা করেন।
পরবর্তীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এমএমআই/এমকেআর