ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির ২২৫ বাড়িতে এডিস মশার লার্ভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
ডিএনসিসির ২২৫ বাড়িতে এডিস মশার লার্ভা এডিস মশাবিরোধী ডিএনসিসি’র চিরুনি অভিযান

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিরুনি অভিযানে ৩৬টি ওয়ার্ডের ১০ হাজার ৫৭৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ২২৫টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া ছয় হাজার ৩১৬টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার প্রজনন সহায়ক পরিবেশ পেয়েছে ডিএনসিসির কর্মকর্তারা। 
 

বুধবার (২৮ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চতুর্থ দিনের মতো চিরুনি অভিযান পরিচালনা করেন ডিএনসিসির কর্মকর্তারা।

২৫ আগস্ট থেকে ২৮ আগস্ট ৪ দিনে এই অভিযানে ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডের মোট ৪২ হাজার ৪৯৪টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৯টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। লার্ভা পাওয়া এসব বাড়ি ও স্থাপনায় ‘এডিস মশার লার্ভা পাওয়া গেছে’ লেখা স্টিকার লাগানো হয়েছে। এছাড়া ছয় হাজার ৩১৬টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তারের স্থানগুলো ধ্বংস করা হয়েছে।

চিরুনি অভিযানের সময় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে মগবাজারে একটি ভবনের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক দখল করে নির্মাণ সামগ্রী রাখায় একটি কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।  

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন উত্তরায় সড়ক দখল করায় দুটি অটোমোবাইল গ্যারেজকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যজিস্ট্রেট সাজিদ আনোয়ার গুলশানে একটি নির্মাণাধীন ভবনের প্রতিনিধিকে ৫ লাখ টাকা জরিমানা করেন।  

পরবর্তীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এমএমআই/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।