ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অভিযানে ৯ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
রাজধানীতে অভিযানে ৯ মাদকবিক্রেতা আটক র‌্যাবের অভিযানে ৯ মাদক বিক্রেতা আটক

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয় মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম (২০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়া মঙ্গলবার (২৭ আগস্ট) দিনগত রাতে র‌্যাব সদস্যরা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৬৭৫ পিস ইয়াবাসহ এক মাদকবিক্রেতা আলী আকবরকে (৩৪) আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

এদিকে বনানী এলাকায় অভিযান চালিয়ে ৫৬ ক্যান বিয়ারসহ সোহেল রানা (২৪) নামে এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।

এছাড়া রাজধানীর শ্যামপুর এলাকা হতেও ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করে র‌্যাব। আটক দু’জন হলেন- শান্ত (২৮) ও রিয়াজ (২৫)। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

এদিন রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ১৪৫ পিস ইয়াবাসহ রাকিব হোসেন (২৩) ও রকি হোসেনকে (২২) আটক করে র‌্যাব। এসময় তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ১০০ টাকা জব্দ করা হয়। এদিন সন্ধ্যায় হাতিরঝিল এলাকা থেকে ১০ ক্যান বিয়ার ও ১২ হাজার ২০০ টাকাসহ  মারুফ কবির (৩০) ও আমিনুল ইসলাম (২২) নামে দু’জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এমএমআই/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।