রোববার (০১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ পুলে ৬তলা ভবনে ওই পোশাক কারখানার ২য় তলার গোডাউনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে জানিয়েছেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।
এ. কে. ফ্যাশনের পরিচালক ইঞ্জিনিয়ার কামরুল আহসান জানান, ওই গোডাউন খুবই সংরক্ষিত ছিল। সেখানে বৈদ্যুতিক কোনো সংযোগ ছিল না। আগুনে গোডাউনে রাখা শিপমেন্টের ৭ লাখ পিছ পলো টি-শার্ট, ১০ টন ফেব্রিক্স, কাটিং মেশিনসহ অন্যান্য গার্মেন্ট সামগ্রী পুড়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি। এসময় আদমজী ইপিজেড ছাড়াও ডেমরা, হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তদন্ত করে অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটন করা হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
জেডএস