ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শালিখায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
শালিখায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার 

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার চুকিনগর গ্রামে প্রথম শ্রেণির এক শিশুকে (০৬) ধর্ষণচেষ্টার অভিযোগে সুজিত বিশ্বাস (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৩১ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। সুজিত একই গ্রামের সমেন্দ্র বিশ্বাসের ছেলে।

শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

মেয়েটির বাবা জানান, একই গ্রামের সুজিতের মুদি দোকানে শনিবার বিকেলে বাড়ির মালামাল কিনতে যায় তার মেয়ে। এ সময় খাবারের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে সুজিত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে বাচ্চাটি বাড়িতে এসে ঘটনাটি তার মা’কে জানালে বিষয়টি জানা জানি হয়। এছাড়া তার শরীরে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া যায়। পরে ভুক্তভোগী পরিবার বিষয়টি গ্রামবাসীকে জানালে তারা পুলিশকে জানান। সেই রাতেই নিজ বাড়ি থেকে সুজিতকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।
 
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।