শনিবার (৩১ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। সুজিত একই গ্রামের সমেন্দ্র বিশ্বাসের ছেলে।
মেয়েটির বাবা জানান, একই গ্রামের সুজিতের মুদি দোকানে শনিবার বিকেলে বাড়ির মালামাল কিনতে যায় তার মেয়ে। এ সময় খাবারের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে সুজিত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে বাচ্চাটি বাড়িতে এসে ঘটনাটি তার মা’কে জানালে বিষয়টি জানা জানি হয়। এছাড়া তার শরীরে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া যায়। পরে ভুক্তভোগী পরিবার বিষয়টি গ্রামবাসীকে জানালে তারা পুলিশকে জানান। সেই রাতেই নিজ বাড়ি থেকে সুজিতকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
আরএ