নীলফামারী: অর্থাভাবে ক্যানসার আক্রান্ত ছেলের চিকিৎসা করাতে না পেরে সাবিনা বেগম (৪৫) নামে এক হতাশাগ্রস্ত মা বিষপানে আত্মহত্যা করেছেন।
রোববার (১ সেপ্টেম্বর) ভোরে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খামাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, খামাতপাড়ার দরিদ্র মনোয়ার হোসেনের ৩ ছেলে ২ মেয়ে।
তাদের মধ্যে মেঝ ছেলে সবুজ (২৫) ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে শয্যাশায়ী। অর্থাভাবে তার চিকিৎসা করাতে পারছেন না ওই দম্পতি। এ নিয়ে স্ত্রী সাবিনা বেগমের সঙ্গে প্রায়ই বাক-বিতণ্ডাসহ মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে রোববার ভোরে বিষপানে আত্মহত্যা করেন সাবিনা।
পরে পরিবারের লোকজন তাকে দাফনের প্রস্তুতি নিলে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ মরদেহ আটক করে থানায় নিয়ে যায় এবং ময়না-তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, নীলফামারী সদর আধুনিক হাসপাতালে লাশের ময়না তদন্ত করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।