রোববার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রেমরোড এলাকা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদের পরিচ্ছন্ন কর্মী মসজিদের বাথরুমের ছাদ পরিষ্কার করার সময় একটি রঙের বালতিতে বালুসহ ককটেল সদৃশ বস্তুগুলো দেখতে পেয়ে স্থানীয়দের জানান।
ভোলা মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মনির হোসেন মিয়া বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো ককটেল সদৃশ। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ককটেল সদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করতে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এমআরএ/এসআরএস