রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বংশী নদীর ফুকুটিয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় নিবির।
নিহত নিবির ফুকুটিয়া গ্রামের নুর ইসলামের ছেলে। সে স্থানীর একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করতে থাকে। বিকেল ৪টার দিকে নদী থেকে তার দেহ উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যার দিকে পারিবারিকভাবে মরদেহ দাফন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। শিশুটির মরদেহ দাফন করেছে তার পরিবার।
বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসএইচ