রোববার (০১ সেপ্টেম্বর) রাতে কোম্পানি কমান্ডার মো. আজমল হোসেনের নেতৃত্বে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আটক মো. শহিদুল ইসলাম (৩৮) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকার মো. আফসার আলীর ছেলে।
রোববার দিবাগত রাত ১টার দিকে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে নিমতলা থেকে শান্তির মোড়গামী পাকা রাস্তার পশ্চিমে ফকিরপাড়া মহল্লার স্পোর্টস কর্নারের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছেন।
এ খবরের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২৯৬০ পিস ইয়াবাসহ শহিদুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড, ১টি মোটরসাইকেল ও নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
আরএ