সোমবার (০২ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সকাল ৮টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, চিংড়িখালী এলাকার বাইপাস সড়কের পাশে লুঙ্গি ও পাঞ্জাবি পরা একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০-৫২ বছর।
নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এমআরএম/এসএ