সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাবুপুর বাইড়্যাপাড়া এলাকার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাজেবুল ইসলাম মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন বলে জানায় স্থানীয়রা।
নিহতের ছেলে মুক্তা জানান, সোমবার ফজরের নামাজ পড়ার পর তার বাবা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে সকাল সাড়ে ৬টার দিকে বিকট আওয়াজ পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা বাবার ঘরে ঢুকে দেখেন বিছানার পাশে বুকে একটি ছুরি লাগানো অবস্থায় পড়ে আছেন তার বাবা।
বিষয়টি তিনি শিবগঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, তার বাবা মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. মশিউর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাজেবুলের মারা যাওয়ার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
আরএ