ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ১৪ কেজি গাঁজাসহ আটক ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
সাতক্ষীরায় ১৪ কেজি গাঁজাসহ আটক ৩  গাঁজাসহ আটক বিক্রেতারা। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরায় ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

সোমবার (২ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা-যশোর সড়কের লস্কর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছির চারাবাড়ি এলাকার ওয়াজেদ আলীর ছেলে মিজানুর রহমান (৩৫), সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে মিঠু হোসেন (২৪) ও খুলনার ডুমুরিয়ার উপজেলার থুকড়া শান্তিনগরের শওকত আলী (৬০)।  

সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স লস্কর ফিলিং স্টেশনের সামনে গরু বহনকারী ইঞ্জিনচালিত একটি আলম সাধুকে থামার সংকেত দেওয়া হয়। এসময় তারা বাহনটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।