ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পোরশায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
পোরশায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

নওগাঁ: নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আপন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। নিহত আপন উপজেলার নিতপুর মাস্টারপাড়া গ্রামের আরমান আলীর ছেলে।

সে উপজেলার আলোরপথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।  

আপনের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাড়ির পাশে পুনর্ভবা নদীতে গোসল করতে যায় আপন। এসময় সে স্রোতের পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে স্থানীয় জেলেরা শিশু আপনের মরদেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করে।  

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।