সোমবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়। হাসানের বাড়ি বাগেরহাট চিতলমারী উপজেলায়।
নিহত হাসানের ভাই হুমায়ন ফকির জানান, গত তিনদিন ধরে তার জ্বর ছিল। গত শুক্রবার (৩০ আগস্ট) তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
তিনি জানান, হাসান ঢাকার বাবুবাজারের একটি মদিনা কোল্প স্টোরে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন।
এদিকে, ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে ৮২ জন। এছাড়া হাসপাতালে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি আছে ৪১৭ জন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এজেডএস/আরআইএস/