সোমবার (২সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে তরিকুলের সঙ্গে তার চাচাতো ভাই হাবিবুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে তরিকুলের মাথায় আঘাত করেন হাবিবুল। গুরুতর আহতাবস্থায় তরিকুলকে পরিবারের লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসআরএস