ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে গাঁজাসহ ৩ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
কালীগঞ্জে গাঁজাসহ ৩ বিক্রেতা আটক আটক মাদক কারবারিরা। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিন কেজি গাঁজাসহ তিন জন মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাকিনা-গংগাচওড়া সড়কের সিরাজুল মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম গ্রামের ময়নাল হকের ছেলে মনিরুজ্জামান (২৪), একই গ্রামের আশরাফ আলীর ছেলে মোরসালিন মিয়া (২৩) ও আসাদুজ্জামানের ছেলে সজিব মিয়া (১৯)।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বাংলানিউজকে বলেন, একটি চক্র অটোরিকশায় করে গাঁজা নিয়ে কাকিনা-গংগাচওড়া সড়ক হয়ে রংপুরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সিরাজুল মার্কেটে থানা পুলিশ অভিযান চালিয়ে যাত্রীবাহী অটোরিকশাটি আটক করে তিন যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক রাখার দায়ে মনিরুজ্জামান, মোরসালিন ও সজিবকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।