ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অস্ত্রসহ অপহরণ চক্রের ৬ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
গাজীপুরে অস্ত্রসহ অপহরণ চক্রের ৬ সদস্য আটক

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের সদর থানাধীন সালনা বাজার এলাকা থে‌কে এক অপহৃত উদ্ধারসহ অপহরণ চক্রের ছয় সদস্যকে আটক ক‌রে‌ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, তিনটি চাকু, সাতটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হ‌য়ে‌ছে। 

সোমবার (২ সে‌প্টেম্বর) দুপু‌রে র‌্যাব-১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাজীপু‌রের রাজবাড়ী মাঠ এলাকা থে‌কে কালীগঞ্জ উপ‌জেলার বড়নগর এলাকার মৃত রমিজ উ‌দ্দি‌নের ছে‌লে মো. মেহবুব আলমকে (২৫) অপহরণ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানাতে পা‌রে ভিক‌টিমকে নি‌য়ে সালনা এলাকায় অপহরণকারীরা অবস্থান কর‌ছে। প‌রে রোববার (১ সেপ্টেম্বর) রা‌তে ওই এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে অপহরণ চক্রের ছয় সদস্য আটকসহ অপহৃত মেহবুবকে উদ্ধার করা হয়।
 
আটক ছয়জন হলেন- ময়মনসিংহের ফুলপুর থানার কাঁকড়া এলাকার মৃত বিল্লাল হোসে‌নের ছে‌লে মো. আশিকুর রহমান (২৪), ধোবাউরা থানার বাগবেড় এলাকার মো. রফিকুল ইসলামের ছে‌লে মো. সুলাইমান (২৬), ত্রিশাল থানার সাকুয়া এলাকার নুরুল ইসলামের ছে‌লে মিজানুর রহমান (২৫), গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের সদর থানার কাথোরা এলাকার মো. আমান উদ্দিনের ছে‌লে মো. ইমরান হোসেন (২২), মানিকগ‌ঞ্জের শিবালয় থানার দক্ষিণ তেওতা এলাকার মো. জামাল হাওলাদারের ছে‌লে রুবেল মিয়া (২৫) ও জামালপু‌রের বকশিগঞ্জ থানার কুশল নগর এলাকার খোরশেদ আলমের ছে‌লে মো. শামীম আহম্মেদ (২৪)।  

এ সময় আটকদের কাছ থে‌কে একটি ওয়ান শুটারগান, তিনটি চাকু, সাতটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হ‌য়ে‌ছে। আটকরা সাধারণ মানুষকে অস্ত্রের মু‌খে জি‌ম্মি করে মু‌ক্তিপণ দা‌বি করতো এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্য‌মে লাখ লাখ টাকা হা‌তি‌য়ে নি‌তো বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সে‌প্টেম্বর ০২, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।