ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিশাত পারভীন (১৯) নামে এক নারী এবং রাজ্জাক হোসেন (৪২) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সুগদ্ধা হাউজিং এলাকার মৃত সিরাজ উদ্দিনের মেয়ে পারভীন এবং রাজ্জাক বগুড়ার সারিয়াকান্দা থানার চরহরিণা গ্রামের আকবর প্রমাণিকের ছেলে।

রাজ্জাক তেঁতুলঝোড়া ইউনিয়নে ভাড়া বাসায় থেকে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

পুলিশ জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে হেমায়েতপুরের বিমান পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হচ্ছিলেন রাজ্জাক। এসময় ঢাকাগামী মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, হেমায়েতপুরের সুগদ্ধা হাউজিং এলাকার একটি শাখা সড়ক পার হচ্ছিলেন পারভীন। এসময় যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পৃথক ঘটনায় ঘাতক বাস দু’টি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।