সোমবার (০২ সেপ্টেম্বর) সকাল থেকে পাবনার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।
রোববার (০১ সেপ্টেম্বর) রাতে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের এক বৈঠকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রমিকদের অভিযোগ, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া মোটর মালিক গ্রুপ দীর্ঘদিন ধরে নিচ্ছেন। ভাড়া বাড়ার কারণে দূরপাল্লার কোচগুলোর শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর জন্য তিন মাস ধরে দাবি জানিয়ে আসছেন। মালিকরা শুধু আশ্বাস দিয়ে আসছেন কিন্তু বেতন বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন না। এজন্য মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবনার মোটর শ্রমিকরা।
পাবনা জেলা মোটর শ্রমিক উইনিয়নের সভাপতি মো. ফিরোজ খান বাংলানিউজকে বলেন, পাবনা থেকে আগে রাজধানী ঢাকাতে বাস ভাড়া ছিলো ৩০০ টাকা। এখন সেই ভাড়া ৪০০ টাকা করা হয়েছে। এছাড়াও অন্যান্য রুটের বাস ভাড়া বৃদ্ধি করছে বাস মালিক গ্রুপ। আমরা শ্রমিক নেতারা শ্রমিকদের সুবিধা-অসুবিধা সকল কিছু আমাদের দেখতে হয়। শ্রমিকরা মালিক পক্ষকে দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির জন্য বলে আসছে। কিন্তু মালিক গ্রুপ শ্রমিকদের কথা কর্ণপাত করছে না। এ কারণেই শ্রমিকরা আজ মাঠে নেমেছে।
পাবনা মোটর মালিক গ্রপের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, শ্রমিকরা মজুরি বৃদ্ধির কারণে কর্মবিরতি পালন করছে। আমরা মালিক পক্ষ তাদের বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করছি খুব সল্প সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এনটি