সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান লিখে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
ইসিবিতে কর্মরত ট্রাফিকের কনস্টেবল মো. জমশেদ বাংলানিউজকে জানান, প্রজাপতি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
এর আগে শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রজাপতি পরিবহনের একটি বাসের চাপায় মিরপুর পল্লবীর নাহার একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র সাব্বির নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে ইসিবি ক্যান্টিন এলাকায় সড়কে অবস্থান নেয় নাহার একাডেমির শিক্ষার্থীরা।
** ইসিবি এলাকায় শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এমএমআই/ওএইচ/