ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
ধামরাইয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, সকালে ঢুলিভিটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দু’টি দুমড়ে-মুচড়ে চালকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক এক জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে এবং বাকিদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।