সোমবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উপাচার্যপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের ব্যানারে এ মানববন্ধন করেন শিক্ষকরা।
এদিকে, একই সময়ে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে উন্নয়ন প্রকল্পকে ঘিরে চলমান আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিত এবং উন্নয়ন কাজকে বিলম্বিত করার পায়তারা আখ্যা দেন শিক্ষকরা। এছাড়া উপাচার্যের বিরুদ্ধে অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেন তারা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবিরের সঞ্চলনায় শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন আমাদের সবার কাম্য। উন্নয়ন করতে হলে কিছু গাছ কাটতেই হবে। এখন এর বিরুদ্ধে যে আন্দোলন করা হচ্ছে তা স্পষ্ট এ উন্নয়ন কাজে বাধা সৃষ্টির জন্য। তদন্ত এবং স্পষ্ট প্রমাণ ছাড়া কেউ কারো বিরুদ্ধে দোষারোপ করতে পারেন না। তাই উপাচার্যের বিরুদ্ধে দোষারোপ বন্ধ করুন। ’
মানববন্ধনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘পদ্মাসেতু উন্নয়নে কুচক্রীমহল যে বিতর্কের সৃষ্টি করেছিল, জাহাঙ্গীরনগরেও তা করা হচ্ছে। এ মিথ্যাচার করে উন্নয়ন কাজকে বন্ধ রাখতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের সবার স্বার্থে উন্নয়ন হবে। মিথ্যাচারের মাধ্যমে দুর্নীতির অভিযোগ করা বন্ধ করুন। ’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক হানিফ আলী, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. ফরহাদ হোসেন, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক মজিবর রহমান, অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক আলী আজম তালুকদারসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০০ সেপ্টেম্বর ০২, ২০১৯
আরআইএস/