ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বিমানবাহিনী প্রধানের সঙ্গে ভারতের এওসি-ইন-সির সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
বিমানবাহিনী প্রধানের সঙ্গে ভারতের এওসি-ইন-সির সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ (এওসি-ইন-সি), এয়ার মার্শাল রাজিব দয়াল মাথুর।

সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবাহিনীর সদরদপ্তরে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সাক্ষাৎকালে মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও রাজিব দয়াল মাথুর পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

রোববার (১ সেপ্টেম্বর) চারদিনের সরকারি সফরে সস্ত্রীক বাংলাদেশে আসেন রাজিব দয়াল। তার এ সফর দুই দেশের বিমানবাহিনীর মধ্যে সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯ 
এইচজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।