ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনা ড্রাগ সুপারের কার্যালয়ে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
খুলনা ড্রাগ সুপারের কার্যালয়ে দুদকের অভিযান

খুলনা: ঔষধ প্রশাসন অধিদপ্তরের আওতাধীন খুলনায় ড্রাগ সুপারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ফার্মেসির লাইসেন্স দেওয়া  ও নবায়নে অনিয়মের প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা।

সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর সোনাডাঙ্গায় অবস্থিত ওষুধ সুপারের কার্যালয়ে এই অভিযান চালানো হয়।

দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদিরের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।

এ সময় দুদক টিমের অনুসন্ধানে বেরিয়ে আসে, এই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ না দিলে ফার্মেসির কোনো নতুন লাইসেন্স দেওয়া ও নবায়ন করা হয় না।

এই অভিযানে ওই কার্যালয়ের কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন দুদক টিমের সদস্যরা। এ সময় অনিয়মের জন্য বিভিন্ন আবেদনসহ রেজিস্ট্রার খাতা পর্যবেক্ষণ করা হয়।  

আর এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে দুদকের প্রধান কার্যালয়ে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অভিযানে থাকা সংস্থাটির কর্মকর্তারা।

জানা গেছে, ঔষুধ প্রশাসন অধিদপ্তরের খুলনা ড্রাগ সুপারের কার্যালয় থেকে সাড়ে ৩ হাজার ড্রাগ লাইসেন্স দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই কার্যালয় থেকে দেখভাল করা হয় একটি অ্যালোপ্যাথিকসহ ১৮০টি হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধ কোম্পানির।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা,  সেপ্টেম্বর ০২,  ২০১৯
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।