সোমবার (২ সেপ্টেম্বর) ফতুল্লার পঞ্চবটি জৈব সার উৎপাদন কেন্দ্রে এই প্রকল্পের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন নারায়ণগঞ্জ শহরের ৫০০ কেজি পলিথিন পুড়িয়ে ডিজেল ও পেট্রোল উৎপাদন করা হবে।
মেয়র বলেন, ছোটবেলায় শুনতাম ছাই থেকে নাকি স্বর্ণ পাওয়া যেতো। এখন দেখি সত্যি সত্যি ছাই দিয়েও টাকা ইনকাম করা যায়। নতুনভাবে এই প্রকল্পের শুরু করলাম, আপাতত ৫০০ কেজি পলিথিন পুড়িয়ে এই জ্বালানি উৎপাদন করা হবে। দেশের মধ্যে প্রথম বড় পরিসরে এই প্রকল্পের কাজ শুরু হলো।
এসময় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) এ এফ এম এহতেশামুল হক, প্যানেল মেয়র আফসানা আফরোজা হাসান বিভা, মেঘা অর্গানিক বাংলাদেশের স্বত্বাধিকারী মিজানুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, মনোয়ারা বেগম, আয়শা আক্তার দিনা, হোসনে আরা বেগম, শিউলি নওশাদ, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ মো. সাগর, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, পরিচ্ছন্নতা কর্মকর্তা আবুল হোসেন, পরিচ্ছন্নতা পরিদর্শক শ্যামল পাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এইচএ/