ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকার এসপি হলেন ডিএমপির ডিসি মারুফ সরদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
ঢাকার এসপি হলেন ডিএমপির ডিসি মারুফ সরদার

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

গত ১৮ আগস্ট ঢাকা জেলার এসপি শাহ মিজান শাফিউর রহমান পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়ে গেলে পদটি খালি হয়ে যায়।

দুই সপ্তাহের মাথায় মারুফ হোসেন সরদারকে এ পদে দায়িত্ব দেওয়া হলো।

এছাড়া, প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা জেলার এসপি মো. মাহবুবুর রহমানকে চাঁদপুরের এসপি, গাইবান্ধার এসপি আবদুল মান্নান মিয়াকে নওগাঁর এসপি, ডিএমপির ডিসি মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধার এসপি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের এসপি মো. জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।