ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তার বদলি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তার বদলি

ঢাকা: পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপার, গাইবান্ধা জেলার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াকে নওগাঁ জেলার পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।