সোমবার (২ সেপ্টেম্বর) সিটি কর্পোরেশনের পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি নির্মাণাধীন ভবন, একটি পরিত্যক্ত ভবন এবং অন্য আরও দুইটি ভবনের প্রতিনিধিকে এ জরিমানা করা হয়।
ডিএসসিসির অঞ্চল-১ এর নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান পান্থপথের ১৬ শুক্রাবাদ হোল্ডিংয়ে নির্মাণাধীন মানামী ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় সেটিকে ৫০ হাজার টাকা এবং হোল্ডিং নং ১৭/এ শুক্রাবাদকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৪৩ নং ওয়ার্ডে একটি পরিত্যক্ত ভবন ও আরেকটি বাড়ির পরিবেশ এডিস মশার প্রজনন উপযোগী হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া, অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির আহমেদ, ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান, অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল হক বিভিন্ন এলাকা পরিদর্শন করলেও কোথাও এডিস মশার লার্ভা পাননি।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসএইচএস/এইচএ/