ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

এডিসের লার্ভা: ডিএসসিসিতে চার ভবনের জরিমানা ৮০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
এডিসের লার্ভা: ডিএসসিসিতে চার ভবনের জরিমানা ৮০ হাজার

ঢাকা: এডিস মশা নিধনে চলমান অভিযানের অংশ হিসেবে চারটি স্থাপনার কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 

সোমবার (২ সেপ্টেম্বর) সিটি কর্পোরেশনের পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি নির্মাণাধীন ভবন, একটি পরিত্যক্ত ভবন এবং অন্য আরও দুইটি ভবনের প্রতিনিধিকে এ জরিমানা করা হয়।  

ডিএসসিসির অঞ্চল-১ এর নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান পান্থপথের ১৬ শুক্রাবাদ হোল্ডিংয়ে নির্মাণাধীন মানামী ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় সেটিকে ৫০ হাজার টাকা এবং হোল্ডিং নং ১৭/এ শুক্রাবাদকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৪৩ নং ওয়ার্ডে একটি পরিত্যক্ত ভবন ও আরেকটি বাড়ির পরিবেশ এডিস মশার প্রজনন উপযোগী হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া, অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির আহমেদ, ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান, অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল হক বিভিন্ন এলাকা পরিদর্শন করলেও কোথাও এডিস মশার লার্ভা পাননি।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।