সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৫ আগস্ট নোয়াখালী জেলার সোনাইমুড়ি থেকে এক তরুণীকে অপহরণ করা হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে।
এর আগে অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর সুইপার কলোনির একটি বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর সার্জেন্ট ইমন সিনহা বাংলানিউজকে জানান, অপহরণকারী চক্রের সদস্য ইসমাঈলের বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে একটি অপহরণ মামলা করবেন। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এমএমআই/এমএ