ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

চাপড়া বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
চাপড়া বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ার চাপড়া বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া স্মৃতি সংসদের আয়োজনে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে সোমবার (০২ সেপ্টেম্বর) বিকেলে দর্শনার্থীদের ঢল নামে চাপড়া বিলে।

রোমাঞ্চকর এ প্রতিযোগিতায় সিপাই নৌকার মধ্যে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ‘আল্লাহ ভরসা’ নামে নৌকাটি চ্যাম্পিয়ন হয়। এছাড়াও খেল্লা নৌকার মধ্যে ‘নথখোলা আদর্শ তরী’ নৌকাটি চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।  

উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় এমপি জোয়াহেরুল ইসলাম।  

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন- ঢাকার বিআরবি হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. আব্দুস সামাদ। এছাড়াও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।