ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সহপাঠীর গোপনীয় ভিডিও ছড়ানোয় ছাত্রীসহ দুইজন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
সহপাঠীর গোপনীয় ভিডিও ছড়ানোয় ছাত্রীসহ দুইজন কারাগারে

ব‌রিশাল: সহপাঠীর ব্যক্তিগত গোপনীয় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে দু’জনকে আদালত সোপর্দ করা হলে বরিশাল মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট শামীম আহ‌মেদ তাদের জবানবন্দি নিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এ দু’জন হলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা এবং সাবিকুন নাহার অমি।

এর আগে রোববার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে দু’জনকে আটক করে বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশ।

সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী তার ব্যক্তিগত গোপন ভিডিও ল্যাপটপে রাখেন। যা সেখান থেকে চুরি করে নিয়ে সেলিম ও অমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

বন্দর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. ফয়সাল আহম্মেদ বাংলানিউজকে জানান, এই ঘটনায় রোববার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের প্রেক্ষিতে দুই শিক্ষার্থীকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলা‌দেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।