ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার উন্নয়নে ৭টি সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করেছেন বাংলাদেশ শিল্প ও উন্নয়ন পরিষদ (বিআইডিসি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন আহম্মদ চৌধুরী।
সোমবার (০২ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবিগুলো উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে বিআইডিসি চেয়ারম্যান বলেন, সোনাগাজী ও কোম্পানীগঞ্জকে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী করা হোক।
এজন্য সোনাগাজীর বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে বিশ্ববিদ্যালয় স্থাপন, সমুদ্র বন্দর স্থাপন, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ, ফেনী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, সোনাগাজী শিল্পাঞ্চলে বাস, ট্রাক, কার, জিপ তৈরি করতে প্রগতি ইন্ডাস্ট্রিকে জায়গা বরাদ্দ দেওয়া, সোনাগাজী শিল্পাঞ্চলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জায়গায় দেশি-বিদেশি বিনিয়োগে বেশ কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করতে জায়গা বরাদ্দ দেওয়াসহ বিদেশি বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের জন্য হোটেল আগ্রাবাদের মত মানসম্মত হোটেল নির্মাণ করার প্রস্তাব করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মনির আহমদ, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম মিস্টার, কাউন্সিলর আইয়ুব খান, সোনাগাজী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা, চর ছান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর কাউছার, পৌর যুবলীগ নেতা কাউছার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসএইচডি/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।