সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ও বিকেলে এ দুর্ঘটনাগুলো ঘটে।
মৃত শিশুরা হল- নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের আজমান মিয়ার ছেলে শাহান মিয়া (১০), তার ছোট ভাই রাহান মিয়া (০৭) ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বেরাডন্দম গ্রামের সমরেন্দ্র বৈষ্ণবের ছেলে সুপ্ত বৈষ্ণব (০৯)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় খেলা করতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় শাহন মিয়া। এ সময় তাকে বাঁচাতে ছোট ভাই রাহান মিয়াও ঝাঁপ দিলে দু’জনই সাঁতার না জানায় তলিয়ে যায়। পরে খোঁজাখুজির পর পরিবারের লোকজন দুই ভাইকে পানি থেকে উদ্ধার করে। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে, বিকেলে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বেরাডন্দম গ্রামের সমরেন্দ্র বৈষ্ণবের ছেলে সুপ্ত বৈষ্ণব (০৯) হবিগঞ্জের নবীগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. সাবিহা চৌধুরী বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এনটি