সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক নির্দেশনায় শহরের রুপাতলী এলাকা ও বরিশাল-পটুয়াখালী সড়কে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ও মো. সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশালের সহকারী পরিচালক আতিকুল আলম।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ও মো. সাইফুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এমএস/আরবি/