ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ব‌রিশালে ৯ গাড়ি চালককে জ‌রিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
ব‌রিশালে ৯ গাড়ি চালককে জ‌রিমানা

ব‌রিশাল: হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রুট পারমিট, কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে বরিশালে নয় গাড়ি চালককে সাত হাজার চারশ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‌সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটে‌র সার্বিক নির্দেশনায় শহরের রুপাতলী এলাকা ও বরিশাল-পটুয়াখালী সড়কে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ও মো. সাইফুল ইসলাম।

 

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশালের সহকারী পরিচালক আতিকুল আলম।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ও মো. সাইফুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।