ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধে ‘পদক্ষেপ’ নেবে অ্যামটব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধে ‘পদক্ষেপ’ নেবে অ্যামটব অ্যামটবের লোগো

ঢাকা: কক্সবাজারে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মোবাইল নেটওয়ার্ক সুবিধা বন্ধের নির্দেশনার বিষয়ে ‘যথাযথ পদক্ষেপ’ নেবে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

সোমবার (০২ সেপ্টেম্বর) রাতে অ্যামটব এক বিবৃতির মাধ্যমে পদক্ষেপ নেওয়ার বিষয়টি জানায়।

অ্যামটব মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফরহাদ বিবৃতিতে বলেন, মোবাইল অপারেটররা সবসময়ই বিটিআরসির নির্দেশনা মেনে চলে।

এ ব্যাপারে তারা নিজেদের পরিধির মধ্যে যতটা সম্ভব যথাযথ পদক্ষেপ নেবে। এখানে আরও একটা কথা বলা দরকার যে, এনআইডি ডাটাবেসের সঙ্গে বায়োমেট্রিক নিশ্চিতকরণের পরই কেবল মোবাইল সিম সক্রিয় করা যায়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রোহিঙ্গাদের ব্যবহৃত মোবাইল সুবিধা বন্ধে নির্দেশনা দেওয়ার পর বিটিআরসি সাত দিনের মধ্যে এ বিষয়ে অপারেটরদের পদক্ষেপ জানতে চেয়েছে।

আরও পড়ুন>> রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধের নির্দেশ

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।