সোমবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মধুপুর পৌর শহরের মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মাদক দ্রব্য জব্দ ও তাদের আটক করে।
আটক ফারুক অরণখোলার কাকরাইদ বাজার এবং বাবুল আহমেদ আউশনারার রামকৃষ্ণবাড়ি এলাকার বাসিন্দা।
অভিযান পরিচালনাকারী মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোবায়দুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাস্টার পাড়ার আমান আলীর বাসায় অভিযান চালিয়ে বাসার ভাড়াটিয়া বাবুল আহমেদ ও তার সহযোগী ফারুক হোসেনের কাছ থেকে ৩৫৪ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ৬ গ্রাম ইয়াবার গুঁড়া এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ১২ হাজার টাকাসহ জব্দসহ তাদের আটক করা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক কামাল জানান, এ ঘটনায় মধুপুর থানায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এইচএডি/