ইসরায়েল ও হিজবুল্লাহর পতাকা
ঢাকা: ইসরায়েল-হিযবুল্লাহ উত্তেজনায় লেবাননে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
সোমবার (০২ সেপ্টেম্বর) লেবাননের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই সতর্ক বার্তা দেওয়া হয়।
লেবাননের বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়, এক সপ্তাহ ধরে হিযবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এর পরিপ্রেক্ষিতে ১ সেপ্টেম্বর লেবানন সীমান্তে ইসরাইলের নিরাপত্তা বাহিনী ও হিযবুল্লাহর মধ্যে গুলি বিনিময় হয়। ফলে সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এই অবস্থায় লেবাননে সব বাংলাদেশি নাগরিককে সতর্কতার সঙ্গে চলতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে লেবানন-ইসরায়েল সীমান্ত এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
টিআর/এইচএডি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।